Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘সোশ্যাল ওয়ার্ক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে শাবিপ্রবির সাবেক উপাচার্য ও সমাজকর্ম বিভাগের ফাউন্ডার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ হাবিবুর রহমানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, মালয়েশিয়ার সেইন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহারুদ্দিন সামশুরিজান, টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্স মুম্বাই ক্যাম্পাসের অধ্যাপক ড. পি কে শাহাজাহান, যুক্তরাষ্ট্রের মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মাহথর।

এছাড়া উপস্থিত রয়েছেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, সেক্রেটারি অধ্যাপক মো. মিজানুর রহমান, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

প্রসঙ্গত, এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, নেপাল, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ মোট ১৪টি দেশের ২৫০ জন সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করছেন। তারা ১৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন।  এছাড়া কনফারেন্সে মোট ৪টি ‘কি-নোট অধিবেশনসহ মোট ২৮টি ‘প্যারালাল অধিবেশন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.