Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে বৈজ্ঞানিক গবেষণা সম্মেলনের উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে বৈজ্ঞানিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলন 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন এন্ড এডুকেশন' শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা কামরুন নাহার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সিয়ামুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সিংগাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. আজিজুল হক উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, এবারের বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, চীন, সিঙ্গাপুর,ভারত, নাইজেরিয়াসহ মোট ১০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রি, গবেষণা প্রতিষ্ঠানের ৬৮৭ জন গবেষক সরাসরি অংশগ্রহণ করছেন। তারা ১৯০টি গবেষণাপত্র উপস্থাপন করবেন। এছাড়া কনফারেন্সে মোট ৪টি ‘কি-নোট অধিবেশন’ ৪টি প্ল্যানারি সেশন, ৩টি ইনভাইটেড সেশনসহ মোট ৩৪টি টেকনিক্যাল প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.