Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২৩

ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রদল।

সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কদমতলা থেকে এ মিছিল বের করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক সজীব আহমেদ জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদলের সভাপতি ওসমান গণি, সহ সভাপতি ওয়াসিম মো. শামস, সাংগঠনিক সম্পাদক তুখোড় আরেং প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিত্তিহীন বিভিন্ন খাত উপ-খাত দেখিয়ে অতিরিক্ত ভর্তি ফি নিচ্ছে।যা অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিচ্ছে এবং শিক্ষাকে বানিজ্যিকীকরনের দিকে ধাবিত করছে। প্রশাসনের এমন স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

ইউসিজি মূলত আইএমএফ এর গণবিরোধী শিক্ষানীতি বাস্তবায়ন করতে চাচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ  পিপিপির আওতায় বিশ্ববিদ্যালয় কে যুক্ত করছে। এটা সাধারণ ছাত্রসমাজ কখনো মানবে না। তাই অবিলম্বে ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে এনে ভর্তি কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছে।

বক্তারা আরোও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী কৃষক-শ্রমিক পরিবারের। তাদের ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্ট ভোগ করতে হয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার। এসময় বক্তারা অবিলম্বে ভর্তি ফি কমিয়ে শিক্ষার্থীদের এ ফি তাদের সামনের সেমিস্টার ফির সাথে সমন্বয় করার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.