Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে চলছে কর্মকর্তা সমিতি নির্বাচনের ভোট গ্রহণ

শাবিপ্রবি প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০২৩

উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছে কর্মকর্তা সমিতি নির্বাচন-২০২৩ এর ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ৩টি প্যানেল থেকে ৬টি পদে ১১টি আসনের বিপরীতে মোট ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও ভোটারদের ধন্যবাদ জানান। পরিশেষে নিজেদের মধ্যে বিভেদ না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো আনোয়ারুল ইসলাম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। এখন পর্যন্ত ১৬০ অধিক ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে বিএনপি-জামায়াত পন্থী প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মোর্শেদ আহমদ বলেন, অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে, এটাই সবচেয়ে ভালো দিক, আমরা এটাই চেয়েছি। নির্বাচনে যে বা যারাই আসুক বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা সকলে একযোগে কাজ করবো।

ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক-মোহাম্মদ আশরাফুল হক প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক বলেন, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমরা এবার নতুন প্যানেল দিয়েছি। এখানে সবাই সচেতন মানুষ, তারা নিজেরা বিবেচনা করে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ প্যানেল সভাপতি পদপ্রার্থী মো. তাজিম উদ্দিন বলেন, সকাল থেকে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। অনেকে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে নির্বাচন নিয়ে আমি আশাবাদী।

এদিকে নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম (জুয়েল), সহ-সভাপতি পদে উপ পরিচালক (অর্থ ও হিসাব) মো. ফখর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে সহকারী প্রোগ্রামার শরীফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে একাউন্টস অফিসার অশোক বর্মণ অসীম।

কার্যনির্বাহী সদস্য পদে আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আখতার চৌধুরী, সহকারী রেজিস্ট্রার মো. মঈনুল হক, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার সূত্রধর, সহকারী প্রকৌশলী (সিভিল) জয়নাল আহমেদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল, একাউন্টস অফিসার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী।

অন্যদিকে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল থেকে সভাপতি পদে অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মোর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক পদে উপ পরিচালক (অর্থ ও হিসাব) আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, সহ-সভাপতি পদে উপ রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসি, সহ- সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

কার্যনির্বাহী সদস্য পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী, উপ রেজিস্ট্র্রার মো. ইউনুস আলী, উপ রেজিস্ট্রার মো. আ ফ ম মিফতাউল হক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ), পদার্থবিজ্ঞান বিভাগের ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা, সিইপি বিভাগের সহকারী রেজিস্ট্রার (স্টোর) আবুল বাশার মো. এনায়েত হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক-মোহাম্মদ আশরাফুল হক প্যানেল থেকে সভাপতি পদে প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক, সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস, সদস্য পদে প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.