Sylhet Today 24 PRINT

দেশের কাজে লাগে এমন গবেষণা ও উদ্ভাবনায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৩

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।

সমাবর্তনে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ২৩৫১ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এছাড়া অনন্য মেধাবী তিনজন শিক্ষার্থীকে দেয়া হয় স্বর্ণপদক।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ব্যবস্থা দরকার। সেজন্য এমন গবেষণা ও উদ্ভাবনা করতে হবে যার দ্বারা দেশের অর্থনীতি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।

আগামীতে শিক্ষা খাতে কোডিং, ডিজাইন, রোবটিক্স এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, যথাযথ আইন মেনে উচ্চ শিক্ষার গুণগত মান ধরে রাখতে পারায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতি ধন্যবাদ জানান তিনি।
কর্মজীবনে দায়িত্বশীল নাগরিক হয়ে ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ডা. দিপু মনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান। তিনি বলেন, প্রযুক্তির উন্নয়ন একদিকে যেমন জ্ঞানের পরিধি বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে এর অপব্যবহারে বিভাজন ও সহিংসতা ছড়াচ্ছে। তাই, তিনি প্রযুক্তির দ্বারা জীবন পরিচালিত না করে, মানবিক মূল্যবোধ দিয়েই প্রযুক্তিকে পরিচালিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গ্রাজুয়েট ও তাদের অভিভাবকরা অংশ নেন।

শিক্ষা জীবনের শেষে যথাসময়ে সনদ হাতে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.