Sylhet Today 24 PRINT

শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক \'স্ট্যাটফেস্ট\'

শাবিপ্রবি প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতি কর্মশালা ও স্ট্যাটফেস্ট অনুষ্ঠিত হবে শনিবার (১১ মার্চ)।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্ট্যাটফেস্টের সদস্য সচিব অধ্যাপক ড. মো জামাল উদ্দিন।

তিনি জানান, পরিসংখ্যান বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার ও স্ট্যাটফেস্টের আয়োজন করা হচ্ছে। ১১ মার্চ (শনিবার) ও ১২ মার্চ (রোববার) দুই দিনব্যাপী এ ফেস্ট অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা কুইজ, সমস্যা সমাধান, পোস্টার প্রেজেন্টেশন ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিবে।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. রহমত আলী।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে ভারতের আসাম দ্যা রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাপ্লায়েড এন্ড পিউর সায়েন্সেসের এমিরেটাস অধ্যাপক ড. দিলীপ সি. নাথ, আইসিডিডিআরবি’র হেলথ সিস্টেমস এন্ড পপুলেশন স্টাডিজ বিভাগের এমিরেটাস সায়েন্টিস্ট ড. আব্দুর রাজ্জাক, ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কিশোর কে. দাস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (আদমশুমারী শাখা) মো. দিলদার হোসেন উপস্থিত থাকবেন।

এতে দেশি-বিদেশী গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.