Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীর আন্তর্জাতিক বেস্ট ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২৩

ভারতে দিল্লির দ্যা লীলা অ্যাম্বিয়েন্স কনভেনশন হোটেলে অনুষ্টিত ইন্টারন্যাশনাল লিডার’স সামিট এন্ড অ্যাওয়ার্ড ২০২৩ এ লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী জয়নুল হুসেন তুহিন আন্তর্জাতিক বেস্ট ইয়ুথ অ্যাচিভার অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

বিশ্বের ১৭০ টি দেশ থেকে এ সামিটে অংশগ্রহণকারিদের মধ্যে নির্বাচকদের বিচারে সেরা ১০ জনকে সেরা ইয়ুথ আইকন এবং বেস্ট ইয়ুথ অ্যাচিভার অ্যাওয়ার্ড দেয়া হয়।

আন্তর্জাতিক এ অ‍্যাওয়ার্ড অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩) উপাচার্যের কার্যালয়ে তুহিনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী তুহিন তার মেধা, দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছে এবং লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনছে। লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক‍্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তাগণও শিক্ষার্থী তুহিনের এ সাফল্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.