Sylhet Today 24 PRINT

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ষবরণ উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২৩

পুরাতনকে ভুলে নতুন উদ্দীপনায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুন বছরকে বরণ করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস শামীমাবাদ, বাগবাড়ীতে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি।

শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১১.০০ ঘটিকায় ক্যাম্পাসে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের নেতৃতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা মাসউদ নীলা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বর্ষবরণ উৎসব ১৪৩০-এর শোভাযাত্রার আগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মৌনী ভট্টাচার্য, তবলায় সহযোগিতা করেন সেকশন অফিসার সুবিনয় আচার্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.