Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ৭ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি |  ০২ মে, ২০২৩

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাতজন শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। সোমবার (১ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইটে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য মনোনীত শাবিপ্রবির শিক্ষার্থীরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের প্রমোদ চন্দ্র বৈদ্য, অর্থনীতি বিভাগের নুসরাত জাহান তিশা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাদিয়া সিনতি দিশা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের মাহাবুব আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সৈয়দা রায়হানা আক্তার, বন ও পরিবেশবিদ্যা বিভাগের অঙ্গনা কুরি এবং চিকিৎসা অনুষদ থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজের শিক্ষার্থী মহেশ আচার্য।

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চলতি বছর ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.