Sylhet Today 24 PRINT

ঢাবির ভর্তি পরীক্ষায় শাবির কেন্দ্রে উপস্থিতি ৯৪.৫৭%

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৬ মে, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে উপস্থিত ছিলেন ৯৪.৫৭ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. দিলারা রহমান।

তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৬৫৬ জন। অর্থাৎ উপস্থিত ছিলেন ৯৪.৫৭ শতাংশ।

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘এ’র কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান উপাচার্য।

এদিকে আগামী শুক্রবার (১২ মে) 'বিজ্ঞান ইউনিট’ এবং শনিবার (১৩ মে) ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.