Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির গবেষণা প্রকল্পের আওতায় ল্যাবরেটরি সমৃদ্ধকরণ

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০২৩

লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পের আওতায় উদ্ভাবনী মডিউল বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইলেকট্রনিকস ল্যাব এবং ইলেক্ট্রিক্যাল মেশিন ল্যাবে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্যে উন্মুক্ত করা হয়েছে।

গবেষণা প্রকল্পের সুপারভাইজার ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক নাফিস সোবহানী ১০ মে ২০২৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার কাছে এসব মডিউল হস্তান্তর করেন।

এসময় ইইই বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও গবেষণা দলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য ইইই বিভাগের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করে ল্যাবরেটরি সমৃদ্ধকরণের এই প্রকল্পে সম্পৃক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এধরনের ইনোভেটিভ গবেষণায় তাদেরকে উৎসাহিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.