Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রশাসন ও লিডিং ইউনিভার্সিটির ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কনটেস্ট’

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০২৩

‘স্মার্ট বাংলাদেশ, ভিশন-২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও লিডিং ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সিলেট রিজিওনাল ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কনটেস্ট’।

সিলেটের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে লিডিং ইউনিভার্সিটিতে 'স্মার্ট ভিলেজ আইডিয়া কনটেস্ট' অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে সোমবার বিকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, শিক্ষা ও আইসিটি) এ.এস.এম কাসেম লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব এবং পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন। ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কনটেস্ট’- এর সমন্বয়ক ও লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম ও ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান এবং সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.