Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ডি-নথি কার্যক্রম শুরু

শাবিপ্রবি প্রতিনিধি |  ০২ জুন, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দাপ্তরিক কাজে ডিজিটাল নথি (ডি-নথি) বা পেপারলেস কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজ আমাদের জন্য আনন্দের একটি দিন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ডি-নথির যুগে প্রবেশ করলাম। ডি-নথি বাস্তবায়নের ফলে এখন থেকে পেপারলেস অফিস ব্যবস্থাপনা কার্যকর হবে। যা আমাদের বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্মার্ট ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ডি-নথি কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মাসুম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.