Sylhet Today 24 PRINT

শাবিতে শুরু হচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’

শাবি প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১৪ জানুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’ এ প্রতিযোগিতার আয়োজন করছে। তিন দিন ব্যাপি প্রতিযোগিতা শেষ হবে ১৬ জানুয়ারি সন্ধ্যায়।

শনিবার দুপুরে ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে’ আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সাস্ট স্কুল অব ডিবেটের সভাপতি সাবাহ মাহজাবিন সারোয়ার পুষ্পা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সাজন, সহসভাপতি মাজহারুল বিল্লাহ লোচন, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী ,সহসভাপতি সৈয়দ নবীউল আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

লিখিত বক্তব্যে পুষ্পা বলেন, প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় হ্যান্ডবল মাঠে ফানুস উড্ডয়নের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হবে।

১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় পর্যায়ের দলগুলোর রিপোর্টিং ও বিতর্ক প্রতিযোগিতার প্রারম্ভিক পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রারম্ভিক পর্বে প্রতিটি দল ৪টি করে বিতর্কের সুযোগ পাবে।

১৬ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো.সালেহ উদ্দিন। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশসেরা সাবেক বরেণ্য বিতার্কিকবৃন্দ।

প্রাথমিক পর্যায়ের বিতর্কগুলো একাডেমিক ভবন ‘এ’ ও ‘ডি’ তে এবং সেমিফাইনাল-ফাইনালসহ অন্যান্য অনুষ্ঠান মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ‘তবুও উড়বে ফিনিক্স, যুক্তির দ্রোহী আকাশে’ এই শ্লোগান কে সামনে ২০১৫সালের ১৮ এপ্রিল সংগঠনটির যাত্রা শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.