Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. আশরাফ, সম্পাদক ড. আতিকুল

শাবিপ্রবি প্রতিনিধি  |  ৩১ জুলাই, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক মনোনীত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) রাতে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, উপদেষ্টা হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, সহ-সভাপতি ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া হক, প্রচার সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

এছাড়া সদস্য হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এস এম খুরশিদ আলম, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.