Sylhet Today 24 PRINT

শাবিপ্রবি থেকে ৪১তম বিসিএসে ক্যাডার হলেন যারা

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪১তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বিভাগের ৪৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসি) ওয়েবসাইটে ৪১তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজনরা।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে বিসিএস ফরেন ক্যাডারে নিয়োগ পেয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান, পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুহিব রুমেল, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের আবু সায়েদ।

প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ অমিয়, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর সজীব, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রভাকর রায়, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নওরোজ কোরেশী দীপ্ত, মোহাইমিনুল মামুন, সমাজকর্ম বিভাগের কাওসার আহমেদ, অর্থনীতি বিভাগের রাহুল ঘোষ, রসায়ন বিভাগের শরীফ শুভ, ব্যবসায় প্রশাসন বিভাগের নওশীন জাহান।

শুল্ক ও আবগারী ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রিতম রায় প্রিন্স, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের রাফিন রিফাত, অর্থনীতি বিভাগের নিঝুম তালুকদার। ফ্যামিলি প্লানিং ক্যাডারে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের চিন্ময় চক্রবর্তী, আরিফুল ইসলাম।

জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৌমিক আহমেদ। তিনি এ ক্যাডারে প্রথম হয়েছেন। এছাড়াও একই বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান মামুনও একই ক্যাডারে নিয়োগ পেয়েছেন।

গণপূর্ত ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম শরীফুল ইসলাম, দিহান মজুমদার, মোশাররফ হোসাইন, আবু দায়ান আবদুল্লাহ।

সড়ক ও জনপথ ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী স্বর্ণা, বন ক্যাডারে ফরেস্ট্রি এন্ড এনভায়ররনমেন্ট সায়েন্স বিভাগের শিক্ষার্থী সুনিম সোহানা।

শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিমা আক্তার, রাসেল আহমেদ, মুক্তা দে, আতিকুর রহমান, ইংরেজি বিভাগের রাজন কান্তি দাস, সাহেল আহমদ, জুয়েল কাইরি, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আদিব হাসান রিশাত, জিল্লুর রহমান দিদার, স্বপন আহমেদ, সায়মা সাহেদ, শিল্পী দাস, মো. মইন উদ্দিন,

শিক্ষা ক্যাডার (হিসাববিজ্ঞান) ব্যবসায় প্রশাসন বিভাগের আল-আমীন ভূইয়া, সুবীর রায়, ফরহাদ ফ্লোরেন্স, আরিফ আহমেদ, সৌরভ অর্নব (রাষ্ট্রবিজ্ঞান), আশরাফুল ইসলাম মুকুল (সমাজকর্ম), আল আমিন জয়, মেহেদী হাসান তুহিন (রসায়ন), মাহমুদুল হাসান জুবায়ের (সমাজবিজ্ঞান) তথ্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিনা তানি। এছাড়াও অনেকে রয়েছেন বলে ধারাণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.