Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর সমাধিতে শাবিপ্রবি উপ-উপাচার্যের শ্রদ্ধা

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৫ আগস্ট, ২০২৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন।

শনিবার (৫ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭৫ সালে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন তিনি। এরপর বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবন পরিদর্শন বইতে স্বাক্ষর করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন ড. কবীর হোসেন।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, শাবির সহকারী প্রক্টর আবদুল্লাহ আল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর গত ১০ জুলাই শাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবীর হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.