Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ৫ হাজার আগর চারা রোপণের উদ্যোগ

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস সবুজায়নে আগর বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রামের বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিটিউটের (বিএফআরআই) ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উন্নয়ন প্রকল্পের’ আওতায় শাবিপ্রবি ক্যাম্পাসে ৫ হাজার আগর বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনসংলগ্ন টিলায় ‘আগর বৃক্ষের প্রদর্শনী প্লট ও পরীক্ষণ স্থাপন’ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আয়োজকরা বলেন, বর্তমানে আগর গাছ বিলুপ্তপ্রায় উদ্ভিদে পরিণত হচ্ছে। আগর সিলেট অঞ্চলের আদি উদ্ভিদ। আগর গাছ এখানে বেড়ে উঠার জন্য উপযুক্ত পরিবেশ বিদ্যমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগও রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে গবেষণার মাধ্যমে এ উদ্ভিদের কার্যকরিতা আরও বেশি উপলব্ধি করতে পারবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভ‚সম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক ড. রুমেল আহমেদ ও প্রকল্প পরিচালক ড. মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.