Sylhet Today 24 PRINT

বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হবে শাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২৯ আগস্ট, ২০২৩

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে সুন্দর অডিটোরিয়ামে বরণ করে নেওয়া হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ সেশনে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের।

বুধবার (৩০ আগস্ট) সকাল ও বিকাল ২ পর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হবে।

এ বিষয়ে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বলেন, আজ (মঙ্গলবার) আমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল (বুধবার) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। এদিন সকাল ১০টায় এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ও সি ইউনিটে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। এরপর ৩১ আগস্ট থেকে সকল বিভাগে ক্লাস কার্যক্রম শুরু হবে।

নবীনবরণ অনুষ্ঠানে দুই সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এতে সভাপতিত্ব করবেন শাবিপ্রবির ২০২২-২৩ সেশনের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.