Sylhet Today 24 PRINT

ব্যাচ ট্যুর নিয়ে মাঝরাতে সিকৃবিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২৩

ব্যাচ ট্যুরের আলোচনার জের ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাঝরাতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মাঝ রাতে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ব্যাচ ট্যুরের আলোচনা নিয়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এটি নিয়ে হাতাহাতি পর্যায়ে চলে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরাদের উস্কানিতে সংঘর্ষ আরও বেগময় হয়। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ লাটি নিয়ে যার যার অবস্থান নেয় তারা। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম সোহাগ, সহকারী প্রক্টর পার্থ প্রতিম বর্মন, নিরাপত্তা শাখার অফিসার আফরাদ তারেক ঘটনাস্থলে উপস্থিত হন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য ছাত্রলীগ নেতা উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে প্রক্টরের আশ্বাসে এক পক্ষ হলে যায়।

অপর পক্ষ প্রক্টরের আশ্বাসে হযরত শাহপরান হলে যাওয়ার সময়ই বিপক্ষ (পূর্ব থেকে অবস্থান নেওয়া) দল বিশ্ববিদ্যালয় প্রক্টর, সহকারী প্রক্টর, সহকারী পরিচালকের (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) সামনেই হামলা চালায়। এ সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হন। চিকিৎসার জন্য তিন জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়। বাকি চার জনকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে প্রক্টর মনিরুল ইসলাম সোহাগ বলেন, ব্যাচভিত্তিক ট্যুর নিয়ে গভীর রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সিলেট কৃষি বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের মারামারির কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে আমরা তাদের শান্ত করার চেষ্টা করি। তবে এ সময় বেশ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। প্রক্টর স্যারসহ আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে হলে পাঠিয়ে দিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.