Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন শাবির ১২ শিক্ষার্থী

শাবি প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৬

স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দুই সেশনের ১২ জন শিক্ষার্থী। গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেধাবী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত ২০১১ সালের শিক্ষার্থীরা হলেন, ফিজিক্যাল সায়েন্স অনুষদের পঙ্কজ কুমার দাস (পদার্থবিজ্ঞান), অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের মুক্তা রায় (ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি), সমাজবিজ্ঞান অনুষদের নওশীন চৌধুরী (অর্থনীতি), এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্স অনুষদের ফারজানা ফেরদৌস (বন ও পরিবেশ বিদ্যা), ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের সিরাজ উদ্দিন তফাদার (ব্যবসায় প্রশাসন), লাইফ সায়েন্স অনুষদের জাবেদ ফয়সাল (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি)।

স্বর্ণপদকপ্রাপ্ত ২০১২ সালের শিক্ষার্থীরা হলেন ফিজিক্যাল সায়েন্স অনুষদের জসির আহমেদ (পদার্থবিজ্ঞান), অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের কবির আহমেদ চৌধুরী (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স), সমাজবিজ্ঞান অনুষদের অমিত রায় (অর্থনীতি), এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্স অনুষদের আনোয়ার হোসাইন (বন ও পরিবেশ বিদ্যা), ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের স্বরূপ সাহা (ব্যবসায় প্রশাসন), লাইফ সায়েন্স অনুষদের রাজিয়া সুলতানা (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি) ।

ওই দিন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২০১১ সালের ৭৪ জন ও ২০১২ সালের ৯২ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা জাগো নিউজকে জানান, শিক্ষক, বাবা-মা সহযোগিতায় তাদের এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন সাফল্য অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করেন তারা।

এদিকে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তরা এই পদকের জন্য মনোনীত হন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.