Sylhet Today 24 PRINT

আমলারা প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে, অভিযোগ শাবি শিক্ষক সমিতির

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের ফের দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

ঘোষিত পে-স্কেলে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ এবং অসঙ্গতি নিরসনের দাবিতে,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে র‌্যালি ও সমাবেশে এ দাবি জানান সমিতির নেতারা।

র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেতনা একাত্তরে সমাবেশে মিলিত হয়।

র‍্যালি পরবর্তী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গণির সঞ্চালনাত বক্তব্য রাখেন অধ্যাপক রেজাই করিম খোন্দকার, অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক সাজেদুল করিম, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক মস্তাবুর রহমান, মো. ফারুক উদ্দীন, ড. মো. সেলিম প্রমুখ।

আমলারা প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে অভিযোগ করে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শিক্ষকরা ছয়টি চিঠি দিলেও একটিও পৌঁছেনি। 

সমাবেশ শেষে তিনি আগামী বৃহস্পতি (১৪ জানুয়ারি) ও রোববারের (১৭ জানুয়ারি) জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.