Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে অটোমেশন সেবা চালু, কাগজপত্র উত্তোলনের আবেদন অনলাইনে

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২২ নভেম্বর, ২০২৩

শিক্ষার্থীদের একাডেমিক কাগজপত্র উত্তোলন ও অন্যান্য কাজে গতিশীলতা আনতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অটোমেশন সেবা চালু করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কম্পিউটার ও তথ্য কেন্দ্র এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মুহাম্মদ মাসুম।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ১৯ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অটোমেশন সিস্টেম সার্ভিস পুরোপুরি চালু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা ই-পেমেন্টের পাশাপাশি একাডেমিক কাগজপত্র উত্তোলনের ক্লিয়ারেন্স, প্রভিশনাল সার্টিফিকেট, গ্রেডশিটইত্যাদি ডকুমেন্ট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

এছাড়াও শিক্ষক-কর্মকর্তারা পরিবহন, অডিটরিয়াম, ভার্চুয়াল ক্লাসরুম, খেলার মাঠ ইত্যাদি বুকিং করতে এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। এই https://eservice.sust.edu.bd লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.