Sylhet Today 24 PRINT

শাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ, আওয়ামীপন্থীদেরই দুই প্যানেল

শাবি প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৬-১৭ বর্ষের কার্যনির্বাহী পরিদের নির্বাচন আজ (সোমবার) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. তাজউদ্দীন।

তিনি জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের অপর অংশ ও বামধারার শিক্ষকদের মিলিত প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ নামে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে ৪৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. তাজউদ্দীন। এছাড়া নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন ড. শহীদুল ইসলাম, ড. আব্দুল হান্নান এবং ড. মাহবুবুর রশিদ।

নির্বাচনে ১১ টি পদের বিপরীতে তিন প্যানেলের মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দে’র প্যানেলে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, সহ-সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, সাধারণ সম্পাদক পদে সিইপি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম, যুগ্ম সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সদস্য পদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. দীপেন দেবনাথ, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেফাত কিবরিয়া, পিএমই বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শহীদুল হক মজুমদার এবং নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক করিমা বেগম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’র পক্ষ থেকে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম, সহ-সভাপতি পদে এফইটি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. রিজাঊল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, আইপিই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ইসমাইল হোসেন, জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিকুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের অপর অংশ ও বামপন্থী শিক্ষকদের মিলিত প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র পক্ষ থেকে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পদে সিইই বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ, সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক অধ্যাপক আমিনা পারভীন, যুগ্ম সম্পাদক পদে পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহেদুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সদস্য পদে সিইই বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান, পিএসএস বিভাগের অধ্যাপক ড. এস.এম.হাসান জাকিরুল ইসলাম, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আরেফিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.