Sylhet Today 24 PRINT

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৬

অনার্স ১ম বর্ষের (২০১৪-১৫) ফাইনাল পরীক্ষার রুটিন পেছানোর ও পরিবর্তনের দাবিতে সোমবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মদন মোহন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিবিএ ১ম বর্ষের ছাত্র জুনেদ আহমদ, সারওয়ার জাহান সুমন, সুহেল রানা, শাফায়াত আহমেদ, সাহিদ, নাঈম, জুনেদ, আসাদ, ইমাদ, আরিফ, মিতু, রুমানা, নাদিয়া, ফুয়াদ। এছাড়া উপস্থিত ছিলেন, কারিমা বেগম, নাঈম খান, রেশমা বেগম, মাহমুদা বেগম, জুনেদ আহমদ, সাঈদ আহমদ, এমাদ আহমদ, নাদিয়া আক্তার, রুমানা আহমেদ, লিংকন, সুহেল রানা, সুমন, আবির, মনসুর, অর্ণব, আক্তার, সাফায়েত, হাসান, মিনহাজ, রায়হান, জাকারিয়া, আরিফ, শাকিল, প্রান্ত কান্তি দে, ইনাস, ফোয়াদ, আছাদ, জুনায়েদ, মারজান, ফাহাদ, হুসাইন, সামাদ, শাহি, মিতু, শান্তা, শাকের, সুলতান, রাসেল, শুভন, মুন্না, ইয়াহিয়া, করিম, সনিয়া, কাকলি, মাহিনুর, শারমিন, মুন্নি প্রমূখ।

মানববন্ধনে বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থী সারওয়ার জাহান সুমন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট কমানোর নামে যে ক্রাশ পদ্ধতি চালু করছে তা শিক্ষার্থীদের উপকারের চেয়ে ক্ষতি হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার মাঝে বন্ধ রাখা হয়নি। তাছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের স্বরসতী পূজার দিনও পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। মানবন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে বর্তমান রুটিন পরিবর্তন করে প্রয়োজনমতো পরীক্ষার মাঝে বন্ধ রেখে রুটিন সংশোধনের জোর দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.