Sylhet Today 24 PRINT

এমসি কলেজে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় ও সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

শুরুতে স্বাগত বক্তব্য দেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক লবীব আহমদ। দিনব্যাপী এই সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় মুরারিচাঁদ কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইষ্ট ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান গোলজার আহমেদ ও প্রথম আলোর চিত্র সাংবাদিক আনিস মাহমুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সোহেল আহমদ, সহসভাপতি জাবির আহমদ, সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ পাশী, কোষাধ্যক্ষ ইমরান ইমন, কার্যনির্বাহী সদস্য প্রণতী চৌধুরী প্রীমা, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান নাঈম, সিকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাজিদ আল সাদেক, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির বর্তমান কমিটির সহসভাপতি ইসমাইল হোসেন শিমুল, কোষাধ্যক্ষ রাজিব হোসাইন, নির্বাহী সদস্য মইনুল হোসেন আবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.