Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

"স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়৷

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষাভবন সি'এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের চেতনা ৭১, ইউসি সেন্টার, গোলচত্বর ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, প্রতিটা বিভাগের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানগত ত্রুটির কারণে গুরুত্বপূর্ণ কাজে ভুল হয়, এজন্য আমাদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ গবেষণায় দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করছে।

অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. তাজউদ্দীনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. অহিদ উল্লাহর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.