Sylhet Today 24 PRINT

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান বক্তা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানটি শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ গুলরেজ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ‘ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজক আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। এতে সাদ্দাম হোসেনকে ‘কী-নোট স্পিকার’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, স্বাধীনতা ও মুক্তির আন্দোলন, সাংস্কৃতিক স্বকীয়তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং কল্যাণধর্মী পৃথিবীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে উপজীব্য করে আন্তর্জাতিক ছাত্র আন্দোলনে নির্ধারক ভূমিকা পালন করতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, উল্লেখিত সময়ে অথবা দেশে ফেরার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পৃথিবীতে আমরা একমাত্র জাতি, যারা ভাষার জন্য বুকের রক্ত দিয়েছি। আমাদের গর্বের বাংলা ভাষাকে সম্মান জানাতে ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ‘ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে আমাকে ‘কী-নোট স্পিকার’ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গর্বের। ২৮ তারিখ ভারতের উদ্দেশে রওনা হবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.