সিলেটটুডে ডেস্ক | ০১ এপ্রিল, ২০২৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি এ রিট দায়ের করেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার হারুনুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্যাতনে হত্যার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রবেশের পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিছু শিক্ষার্থী প্রতিবাদী হয়ে ওঠে।