Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ কর্মরত সকলকে ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত করতে ডিজিটাল হাজিরা সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রাথমিকভাবে কর্মকর্তা ও কর্মচারীদের শুরু হয়, পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থীদের এ সিস্টেমের আওতায় আনা হবে।

তিনি বলেন, আপনাদের সকলকে নিজ নিজ জায়গায় আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে, সময়মতো অফিসে আসতে হবে, সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। এছাড়া দুই মাসের মধ্যে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিততে ডিজিটাল সিস্টেম চালুর কথা জানান তিনি। পরিশেষে প্রশাসনিক কাজকে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মো. জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.