Sylhet Today 24 PRINT

‘এখানে কোনো রাজনীতি চলবে না’

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৬

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী কাজী হাবিব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

দুপুরে নগরীর শামীমাবাদে ক্যাম্পাসের সামনের রাস্তায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার দাশ, বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান শামীম আহমেদ চৌধুরীসহ শিক্ষার্থীরা।

উপাচার্য সুশান্ত কমার দাশ তাঁর বক্তব্যে বলেন, এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি চলবে না, কোনো ধরণের ছাত্রলীগ থাকবে না।কোনো ধরণের গ্রুপিং চলবে না। এমনকি পরীক্ষার সময় কেউ প্রবেশপত্র ছাড়া অংশগ্রহণ করতে পারবে না। প্রত্যেক ছাত্রছাত্রীকে পরিচয়পত্র নিয়ে ক্লাসে আসতে হবে।

কেউ তাতে বাধা দিতে আসলে তা কঠোর হস্তে তা দমন করা হবে প্রয়োজনে পুলিশের সাহায্য নেয়া হবে।

বক্তারা বলেন, সিসিটিভি ক্যামেরার ছবি দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনায় জড়িত শিক্ষার্থীদের তথ্য দেয়া হয়েছে। ইতিমধ্যে জড়িত দশ শিক্ষার্থীকে বহিষ্কারও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। এছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপাচার্য।

এর আগে, গত ১৯ তারিখ প্রতিপক্ষের হামলায় নিহত হন ছাত্রলীগ কর্মী বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র কাজী হাবিব।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, হামলার ভিডিও ফুটেজ এখনো মিডিয়ার কাছে দেয়া হয়নি। ফুটেজ মিডিয়ার কাছে প্রদানের দাবি জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.