Sylhet Today 24 PRINT

শাবিতে নেত্রবাঁধনের নতুন কমিটি ঘোষণা

শাবি প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশনের(নেত্রবাঁধন) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে এক অনুষ্ঠানে নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার মো. ফজলুর রহমান।

কমিটিতে লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের নুরুল আমিন নুরকে সভাপতি ও  সমাজবিজ্ঞান বিভাগের আবু সাঈদ ইমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি আসাদুজ্জামান খান পরান, সানোয়ার জাহান, তোফায়েল আহমেদ, কামরুজ্জামান মনির, অনন্যা সরকার, আরিফুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক নাভেদুল হাসান রানা, রবিউল ইসলাম, মাহমুদুল হাসান জুয়েল, আহসানুল হক আবির, শেখ রাসেল মিয়া, মোশারফ হোসেন আরিফ, নাজমুল হাসান কাউসার, প্রণব সরকার, সুমন পাল; সাংগঠনিক সম্পাদক- সৈকত ইমরান, সমীরণ দেবনাথ, জাহাঙ্গীর কবির, জান্নাতুল নাঈম, চাঁদ মিয়া, সুব্রত দাস, তারিক ইয়ামিন, প্রচার সম্পাদক-খলিলুর রহমান; সহ-প্রচার সম্পাদক মিথিলা আক্তার, সাদেক হোসেন বাবুল; অফিস সম্পাদক- শাহামিন বিশ্বাস; সহ-অফিস সম্পাদক মনির হোসেন, জুনাঈদ আহমেদ; কোষাধ্যক্ষ নাজিমুল রায়হান তন্ময়, সহ-কোষাধ্যক্ষ মো.: নেছার উদ্দিন;  প্রকাশনা সম্পাদক-স্বপন সরকার, সহ-প্রচার সম্পাদক রুহুল আমিন, আব্দুল খালেক; ক্রীড়া সম্পাদক- হারুন-অর-রশিদ, সহ-ক্রীড়া সম্পাদক রাফিন ফারহান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক কামরুনাহার আঁখি, সহ-সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম; কার্যকরি সদস্য- রাকিব আহমেদ, স্মৃতি রাণী সরকার, তপু বিশ্বাস, মাসুম আহমেদ আকাশ, ফারুক সুমন, চয়ন দাস, জিয়ন, সজীব।

কমিটি ঘোষণার সময়  আরো উপস্থিত ছিলেন এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারি রেজিস্ট্রার জহিরুল হাসান খান, নেত্রবাঁধনের সদ্য বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি আল আমিন,  সাধারণ সম্পাদক  মাসুম আব্দুল্লাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.