Sylhet Today 24 PRINT

এবার এসএসসি পরীক্ষার্থী সাড়ে ১৬ লাখ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৬

আগামী ১ ফেব্রুয়ারি সোমবার থেকে অনুষ্ঠেয় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এরমধ্যে ছাত্র ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ এবং ছাত্রী ৮ লাখ ৮ হাজার ৫৯০জন।

শনিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে মোট পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭জন। এরমধ্যে ছাত্র বৃদ্ধি পেয়েছে ৭৯ হাজার ৫৯৪ এবং ছাত্রী বৃদ্ধি পেয়েছে ৯২ হাজার ৬৬৩জন।’

তিনি জানান, গত বছরের তুলনায় মোট প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ৩১১টি, কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ২৭টি। এ বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৯২৭ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭১৪জন। বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা (যারা ১,২,৩ ও চার বিষয়ে অকৃতকার্য হয়েছে) ১ লাখ ৪৯ হাজার ৪৭৪জন।

শিক্ষামন্ত্রী চলতি বছর এসএসসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ২৬০জন বৃদ্ধি পেয়েছে জানিয়ে বলেন, ‘এ বছর ছাত্রসংখ্যা ৬ লাখ ৪২ হাজার ৫০৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৬১ হাজার ৭৬৭জন।’

মন্ত্রী জানান, ‘এ বছর দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮৬৫জন। এরমধ্যে ছাত্রসংখ্যা ১ লাখ ২৭ হাজার ৯৬জন এবং ছাত্রীসংখ্যা ১ লাখ ২১ হাজার ৭৫৯জন। এছাড়া ভোকেশনাল পরীক্ষায় ৯৮ হাজার ৩৮৪জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এরমধ্যে ছাত্র ৭৩ হাজার ৩৩০ এবং ছাত্রী ২৫ হাজার ৫৪জন।

এ বছর বিদেশে ৮টি কেন্দ্রে মোট ৪০৪জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ছাত্র ২০১ জন এবং ছাত্রী ২০৩জন।

এবছর ৭জন অটিস্টিক পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রী। এটি একটি নতুন বিষয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘এদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।’

মন্ত্রী জানান, তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ মার্চ। ২০১৭ সাল থেকে এমসিকিউতে ১০ নম্বর কমিয়ে দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.