Sylhet Today 24 PRINT

শাবিতে জগন্নাথপুর এসোসিয়েশন এর নতুন কমিটি ঘোষণা

শাবি প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথপুরস্থ শিক্ষার্থীদের নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন জগন্নাথপুর স্টুডেন্টস এসোসিয়েশনের ২৩ সদস্য বিশিষ্ট ১ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন “এ” এর চারতলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলা বিভাগের স্নাতকোত্তর ১ম পর্বের শিক্ষার্থী আবু খালেদ জিবলুকে সভাপতি এবং ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ১ম পর্বের শিক্ষার্থী জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এসোসিয়েশনের নতুন সভাপতি আবু খালেদ জিবলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজিত কুমার বণিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. বিজিত কুমার বণিক এসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জগন্নাথপুরের শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে অসাধারণ একটা উদ্যোগ। এখন গ্লোবালাইজেশন এর যুগ, শুধু জগন্নাথপুর নিয়ে ভাবলেই হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। তিনি আরো বলেন, আমরা শিক্ষকরা সবসময় যেকোন ভালো উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, তোমাদের সম্ভাবনা অনেক বেশি, তোমরা নবীন, তোমাদের সামনে একটি সুন্দর সম্ভাবনাময় ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতকে আরো সুন্দর করতে হবে। তিনি সবাইকে ভালো কাজ করতে উৎসাহ দিয়ে বলেন, জীবনে চলার পথে তোমাদের কে কি ডিগ্রী নিয়েছে এইটা কোন ব্যাপার না, তোমার কাজটাই মূল। তোমার কাজের মাধ্যমেই তোমার পরিচিতি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শামিম আহমেদ, শামিমা খানম কলি, ফাহমিদা সুলতানা, আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাফসান আহমেদ দোলন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর সুজন, যুগ্ম সাংগঠনিক স¤পাদক তানভিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসিয়া বেগম, যুগ্ম কোষাধ্যক্ষ এমদাদ আহমেদ, প্রচার সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম প্রচার স¤পাদক রিন্টু তরফদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নাঈম গাজি, সমাজসেবা স¤পাদক জাকির খান, প্রকাশনা সম্পাদক আদনান আহমেদ, যুগ্ম প্রকাশনা স¤পাদক সাদিয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য মিথিলা দেব, সুলতানা বেগম, রুখশানা বেগম, শাওন দাস ও সজীব রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.