Sylhet Today 24 PRINT

শাবিতে তিন সাহিত্যিকের প্রতিকৃতি উন্মোচন

শাবি প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বাংলা ও ইংরেজি সাহিত্যের তিন বিখ্যাত লেখকের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তর (২০১৩-১৪ সেশন) শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে দুইদিনব্যাপী আয়োজিত উৎসবের প্রথম দিনে এই লেখকত্রয়ের প্রতিকৃতি উন্মোচন করা হয়।

লেখকত্রয় হলেন ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আমিনুল হক ভূঁইয়া।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আতিউল্লাহের সভাপতিত্বে ও ব্যাচের প্রতিনিধি মো. শামসুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মুহিতুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সহযোগী অধ্যাপক শাহনাজ মাহমুদ, সহকারী অধ্যাপক রাজিক মিয়া, সহকারী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, সহকারী অধ্যাপক পান্না মজুদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.