Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীরা ভোট দিতে এলে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিতবে না: মেঘমল্লার বসু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জেলায়-থানায় যেভাবে ডাকসু নির্বাচনের ভোট চাচ্ছেন, যেভাবে শাসাচ্ছেন, এগুলো নিন্দাজনক-দুঃখজনক।

রোববার (৭ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘ডাকসু- দ্য স্টুডেন্ট ভয়েস’ অনুষ্ঠানে একথা বলেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু।

মেঘমল্লার বলেন, এগুলো বলে আসলে কোনো লাভ নাই। নির্বাচন কমিশনার যারা আছেন, তাদের ললিপপ কিনে দিতে পারেন, ৯ তারিখে তারা সেটা চুষবেন। তাদের দ্বারা কিছুই হবে না। যা করার সাধারণ শিক্ষার্থীদের করতে হবে।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ হাজার শিক্ষার্থী যদি ৯ সেপ্টেম্বর ভোট দিতে আসে, তাহলে সব ইকুয়েশন (হিসাব) মাটিতে মিশে যাবে। আপনারা (শিক্ষার্থীরা) যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। কিন্তু প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না।’

ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রতিরোধ পর্ষদ জিতে গেছে বলেও উল্লেখ করেন মেঘমল্লার। বলেন, যখন একের পর এক মাজার ভাঙা হয়, যখন কবর থেকে তুলে লাশ পোড়ানো হয়, যখন মব ভায়োলেন্স হয়, তখন আমাদের (বাম ঘরনার রাজনীতির) কারণে চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরাও বলেন, ধর্মকেন্দ্রিক বিভাজন আর চলবে না।

অস্ত্রোপচারের কারণে কয়েকদিন প্রচারণার মাঠে ছিলেন না উল্লেখ করে বলেন, অনেকের কাছে শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু তার সহযোদ্ধারা মাঠে কার্যক্রম চালিয়ে গেছেন। প্রত্যাশা করেন, শুধু এ কারণে নিশ্চয়ই তিনি ভোট বঞ্চিত হবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.