Sylhet Today 24 PRINT

শাবিতে নির্মিত হবে নান্দনিক শাকসু ভবন: উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নান্দনিক কেন্দ্রীয় ছাত্র সংসদ(শাকসু) ভবন নির্মিত হবে বলে জানিয়েছেন উপাচার্য ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিন্ডিকেট সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপাচার্য ।

শাকসু ভবন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপাচার্য বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এখন কোনো শাকসু ভবন দৃশ্যমান নেই। শিগগিরই একটি নান্দনিক শাকসু ভবন বানাতে হবে।’

এসময় উপাচার্য আরও বলেন, ‘শাকসু নির্বাচনের জন্য প্রবিধি চূড়ান্ত করতে একটি কমিটি কাজ করছে। কমিটি আগামী ৮ অক্টোবরের মধ্যে প্রবিধি চূড়ান্ত করবে এবং ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তা হস্তান্তর করবে। প্রবিধি সিন্ডিকেট সভায় অনুমোদন হয়ে গেছে। কিছু বিষয় নিয়ে আরেকটু দেখতে হবে।’

নির্বাচন নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা বা ঘটনা যেন না ঘটে। সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনা। একটি মারামারি বা কোনো ঘটনা ঘটে গেলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে। এক জায়গায় সাংবাদিক মারা গেছেন, আরেক জায়গায় একজন শিক্ষক মারা গেছেন। আমরা চাই না কোনো ঘটনা ঘটুক। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। তাই সবার সহযোগিতা প্রয়োজন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.