শাবিপ্রবি প্রতিনিধি | ৩০ জানুয়ারী, ২০২৬
সিলেটের পর্যটন এলাকা লালাখাল জিরো পয়েন্টে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. মুসআব আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে লালাখাল জিরো পয়েন্ট এলাকায় তিনি নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা ও সংশ্লিষ্টরা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।
পরে বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মুসাবকে মৃত ঘোষণা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালাখালের সাহেবমারা ড্রয়ার নামক স্থানের চোরাবালিতে তলিয়ে যান মো. মুসআব আমীন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানাপুলিশের দুটি টিম ঘটনান্থলে পৌঁছে তল্লাসী অভিযান পরিচালনা করে বিকাল ৪টায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করে।
মো. মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তিন ঘন্টা তল্লাসী চালিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। আমরা সুরতহাল প্রস্তুত পূর্বক মৃতদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য, মুসাব আমীন শাকসু (হল সংসদ) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।