শাবিপ্রবি প্রতিনিধি | ৩০ জানুয়ারী, ২০২৬
লালখালে বেড়াতে গিয়ে পানিতে যুবে মারা যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসআব আমীনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত জানযায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো শাবিপ্রবি পরিবার।
রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে, সিলেটের পর্যটন এলাকা লালাখাল জিরো পয়েন্টে গোসল করতে নেমে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে চোরাবালিতে আটকে নিখোঁজ হন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মুসআব।
পরে বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার অভিযানে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মুসআব আমীন আসন্ন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদের সদস্য পদে প্রার্থী ছিলেন।