Sylhet Today 24 PRINT

শিক্ষকদের সাথে অশােভন আচরণ : এসআইইউ’র ১৪ শিক্ষার্থী বহিস্কার

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার ও গেইটে তালা দিয়ে শিক্ষার্থীদের জিম্মি করার দায়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির এক সভায় প্রক্টরিয়াল নীতিমালার ৮ এর (ক) (খ) (ঘ) এবং ৯নং অনুচ্ছেদ অনুযায়ী ওই ১৪ জনকে বহিস্কারের সুপারিশ করা হয়।

প্রক্টরিয়াল বডির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করে বলে জানিয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।

একই সাথে তাদেরকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিস পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়।

সাময়িক বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- বিবিএ’র সুমন সুত্রধর, আবুল হাসনাত শুভ, মো. সাইফুল আলম রাহেল, আব্দুল কাদের জেবু, হিমেল দাশ, অভিত রায় ঝলক, মো. আলমগীর হোসেন খান, কৃষাণ বিশ্বাস, এলএলবি’র রুবেল মিয়া, আক্তারুজ্জামান ইমন, ইংরেজির জাফর আহমেদ, মুহিউদ্দিন, সিএসই’র রাজু পাঠান, হাওনান আহমদ নাহিয়ান।

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের হুমকি প্রদানের ঘটনায় মঙ্গলবার কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরিও (নং-১০৫১) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানের জন্য গঠিত কমিটিতে শিক্ষার্থীদের না রাখায় তারা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার প্রক্টরের সাথে অসদাচারণ করেন। একপর্যায়ে তারা প্রক্টর ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.