Sylhet Today 24 PRINT

\'শাহ আব্দুল করিমের গান শুধু গান নয়, এক একটি জীবন দর্শন\'

ডেস্ক রিপোর্ট |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ ডিগ্রি কলেজে আলোচনা সভা ও চিত্র পদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কলেজ ক্যাম্পাসে এ আলোচনা ও চিত্র পদর্শনী অনুষ্টিত হয়।

অধ্যাপক ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষার্থী প্রিয়াংকা চক্রবর্তীর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তারা বলেন, শাহ আব্দুল করিম সারা জীবন মানুষের জয় গান গেয়েছেন।

গানে কথায় জীবন যাপনে তিনি ছিলেন নিরন্ন মানুষের প্রতিনিধি। কোন প্রলোভন তাকে স্পর্শ করতে পারেনি।

তিনি বাংলা লোকগানে যে সম্পদ রেখে গেছেন তা বিশ্বের বিস্ময়। শাহ আব্দুল করিমের গান আমাদের হৃদয় স্পর্শ করে। আমরা বার বার তার গানে ফিরে যাই। শাহ আব্দুল করিমের গান গেয়ে অনেকেই আজ প্রতিষ্টিত। আব্দুল করিমকে আমাদের আরো জানতে হবে, বুঝতে হবে।

প্রধান অতিথির বক্তেবে বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ডেইলি সিলেটের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী বলেন,শাহ আব্দুল করমিকে এ প্রজন্মের খুব বেশি জানা প্রয়োজন। তার গান শুধু গান নয়-এক একটি জীবন দর্শন। আমাদের সংস্কৃতির যে শিকড় তাঁর গানে বার বার উঠে এসেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক অবিনাশ আচার্য প্রভাষক আকরাম হোসেন, অহী আলম রেজা, মিহির রঞ্জন তালুকদার, বুলবুল আহমদ। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, সেলিম হোসেন, আবুল বাশার, সোহেল মিয়া।
পরে শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.