Sylhet Today 24 PRINT

শাবিতে আসিফ মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপ্তি

শাবি প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসিফ মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শেষ হয়েছে। বিশশ্ববিদ্যালয়ের একমাত্র খেলাধুলা বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত  শিক্ষার্থী আসিফের স্মরণে এ টুর্ণামেন্টের  আয়োজন করেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৫টি ক্যাটাগরীতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছেলেদের এককে খালেদ মাহমুদ কাননকে হারিয়ে রেজুয়ানুল বারী, মেয়েদের এককে আন্নিকা তাবাস্সুমকে হারিয়ে দোলা, দ্বৈত মিশ্রণে সমন্বয় -ফারিয়া জুটিকে হারিয়ে রকি-সাখি জুটি, মেয়েদের দ্বৈতে আন্নিকা-রুপা জুটিকে হারিয়ে মনিকা-রিমা জুটি এবং ছেলেদের দ্বৈতে রেজুয়ান-কানন জুটিকে হারিয়ে সমন্বয়-রকি জুটি চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, একই বিভাগের এসিসট্যান্ট প্রফেসর মনযুর-উল-হায়দার, জাবেদ কায়সার, বায়োকেমেস্ট্রি এন্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের এসিসট্যান্ট প্রফেসর মোস্তফা কামাল মাসুদ, পরিসংখ্যান বিভাগের এসিসট্যান্ট প্রফেসর মিরাজুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের এসিসট্যান্ট প্রফেসর মুয়ীদ হাসান, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের এসিসট্যান্ট প্রফেসর আফজাল হোসেন, অর্থনীতি বিভাগের লেকচারার মুনসি নাসির ইবনে, শারীরিক শিক্ষা দফতরের ইন্সট্রাকটর শহীদুল ইসলাম, স্পোর্টস সাস্টের সভাপতি রাফি হিমেল এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কৃতান্ত সাহা শাসন প্রমূখ।

গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.