Sylhet Today 24 PRINT

সিকৃবির ভিসির বাসায় ডাকাতির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সিকৃবি প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় ডাকাতির চেষ্টা হয়েছে। গত ২ মার্চ বুধবার মধ্যরাতে একদল মুখোশধারী লোক অস্ত্রসহ ভিসি বাসভবনে প্রবেশের চেষ্টা করে। সেখানে উপস্থিত গার্ডরা বাঁধা দেয়ার চেষ্টা করলে তাদেরকে কুপিয়ে আহত করে সন্ত্রামীরা। আশেপাশের লোকজন তখন চিৎকার চেচামেচি করলে ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ক্যাম্পাসের স্মরণকালের সর্ববৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনটির দৈর্ঘ্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যান্টিন পর্যন্ত গিয়ে ঠেকে।

মানববন্ধনের চলাকালীন সময়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হেসেন মিঞার স লনায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল বাসেত, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, গণতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, সাদা দলের সভাপতি প্রফেসর ড. মোঃ সিদ্দিকুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন মিয়া, সিকৃবি ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক হৃত্বিক দেব, কর্মচারী সমিতির সভাপতি সুরুক মিয়া প্রমুখ।

বক্তারা ভিসি বাসভবনে নিরাপত্তা বাড়ানোর কথা উল্লেখ করেন। তারা আরো বলেন, অল্পসময়ের ব্যবধানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় যখন একাডেমিক ও প্রশাসনিকভাবে এগিয়ে চলছে তখনি এর উন্নয়ন বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ভিসির বাসায় হামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.