Sylhet Today 24 PRINT

শাবি ছাত্রলীগের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

শাবি প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
 
৭ই মার্চের ১ম প্রহর থেকেই লাউড স্পিকারে বঙ্গবন্ধুর ভাষণটি প্রচার করা হয়। উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও মুক্তবুদ্ধি চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আখতারুল ইসলাম।
 
পরে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১টায় ছাত্রলীগের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট থেকে শুরু হয়ে সমস্থ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষে এক সমাবেশে এসে মিলিত হয়। 
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্যা রাখেন শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ সভাপতি অঞ্জন রায়, সাবেক কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাশ প্রমুখ।
 
সমাবেশে বক্তারা ৭ই মার্চের ভাষণকে মহাকাব্যের সাথে তুলনা করে নতুন প্রজন্মের প্রতি এর ঐতিহাসিক মূল্য তুলে ধরেন এবং বর্ণাঢ্য কর্মসূচীর দিক নির্দেশনা দেওয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবর্গের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.