Sylhet Today 24 PRINT

সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে(শাবি) সরকারী চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেট শাখা এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি শাবির শিক্ষার্থীরাও অংশ নেন।

মানবন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেট শাখার সভাপতি মিজান খান, যুগ্ম সম্পাদক নিলয় গোস্বামী, শাবি শাখার সভাপতি দীপংকর দাস, সাধারন সম্পাদক শ্রীপদ দাস প্রমূখ।

এ সময় বক্তরা বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীর ২৩ বছর বয়সে শিক্ষা জীবন শেষ হওয়ার কথা থাকলেও এই সমীকরণটি শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ। স্নাতকোত্তর সনদ প্রাপ্তিসহ সর্ব সাকুল্যে বয়স কমপক্ষে ২৭-২৮ বছর পার হয়ে যায়। দীর্ঘ শিক্ষা জীবন শেষ করে মাত্র দুই বা আড়াই বছর চাকুরীর সন্ধানের সুযোগ মিলে; এতে ব্যর্থ হলে অনেকের শিক্ষাজীবন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং এই প্রেক্ষিতে চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা অত্যন্ত জরুরী এবং সময়ের যৌক্তিক দাবী।

মানববন্ধন শেষে শাবি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.