Sylhet Today 24 PRINT

তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৬

জাতীয় ক্রিকেট দলের বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন আইসিসি কর্তৃক অবৈধ ঘোষণা করার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিল।

সমাবেশে বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বশির আহমেদ, একই বিভাগের শিক্ষার্থী সুজন খান, রসায়ন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ প্রমূখ।

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আজকে আইসিসি ভারতের যোগসাজশে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পাঁয়তারা করছে। ভারতের অনেক বোলার আইসিসির নিয়ম ভঙ্গ করে বল করে যাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। আমরা আইসিসির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, গত ১৯ মার্চ বায়ো-মেকানিক্যাল পরীক্ষায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধরা পড়ায় তাদের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.