Sylhet Today 24 PRINT

তনু হত্যার প্রতিবাদে সিকৃবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

সিকৃবি সংবাদদাতা |  ২৮ মার্চ, ২০১৬

সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ মার্চ) সকাল দশটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মীরা সিকৃবির প্রধান সড়কে এসে দাঁড়ায়। এসময় তাদের হাতে তনু হত্যার বিচারের দাবী সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে আরো অংশ নেন প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রফেসর ড. মিটু চৌধুরী, প্রফেসর ড. এ.এস.এম. মাহবুব, কৃষ্ণচূড়ার উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মানববন্ধনে কৃষ্ণচূড়ার সভাপতি প্রফেসর ডা. মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, “খুন ধর্ষন কখনো কাম্য নয়। একটি সমাজে সংস্কৃতিকর্মীরা আলোকবর্তীকা হিসেবে কাজ করেন। সে আলেঅ যারা নিভিয়ে দিতে চায় সে আর যাই হোক মানুষ হতে পারেনা।” মানববন্ধনে অতিসত্ত্বর তনু হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.