Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে সিকৃবি ভিসির অভিনন্দন

সিকৃবি প্রতিনিধি  |  ০৬ এপ্রিল, ২০১৬

প্রথমবারের মতো বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ০৫ হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম।

বুধবার এক বার্তায় প্রফেসর আলম বলেন, ‘ধারাবাহিকভাবে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। বিশেষ করে শিল্প খাতে অবদান বাড়ছে। শিগগিরই প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা দুই অঙ্কের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব বলে আশা করা যায়।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীর।’ প্রসঙ্গত, চলতি ২০১৫-১৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.০৫ শতাংশ। আর ১,৪৬৬ ডলার বা ১ লাখ ১৪,৫০৭ টাকা মাথাপিছু আয় দাঁড়াবে বলে ধারণা করছে সরকার।

বার্তায় প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.