Sylhet Today 24 PRINT

শাবিতে দু’দিনব্যাপী গবেষণা সম্মেলন শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ‘টেকসই উন্নয়ন বিষয়ক গষেণা সম্মেলন’ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটেরিয়ামে দু’দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। 

সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক জাকির হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক আখতারুল ইসলাম, ড. কামাল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, ড. সামসুল হক প্রধান প্রমুখ।

শাবিপ্রবি উপাচার্য গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের অবদানের কথা স্মরণ করে এর সাফল্য কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.