Sylhet Today 24 PRINT

সিকৃবিতে পহেলা বৈশাখের প্রস্তুতি শেষ পর্যায়ে

সিকৃবি প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) চলছে বাংলা নতুন বছরকে  স্বাগত জানানোর  চূড়ান্ত প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্যস্ত সময় পার করছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে  বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে  গেলে  দেখা  যায়  বিশ্ববিদ্যালয়ের  সাংস্কৃতিক কলাকুশলী সবাই যার যার কাজে খুব ব্যস্ত।   

বিটিভির তালিকাভুক্ত শিল্পী আকাশ,  ক্যাম্পাস বাউল রুবেল সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিল্পীবৃন্দই  পহেলা বৈশাখ  বরন করে নিতে  তাদের প্রস্তুতির কথা জানান। জানান, অন্যান্য বছরের তুলনায় তারা এবার আরও উৎসাহ-উদ্দীপনায় কাজ করছেন, নববর্ষের অনুষ্ঠান আরও বর্ণিল ও আকর্ষণীয় করতে।

বিশ্ববিদ্যালয়ের  বিনোদন সংঘের সাধারণ সম্পাদক পলা সমাজ পতি, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সাংস্কৃতিক সম্পাদক স্বপন সিংহ সহ সকল কলাকুশলী শেষ প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে ঐতিহ্যবাহী  বাঙালি  খাবার ও  দ্রব্যাদি বিক্রয় ব্যবস্থার জন্য  ১২টি  স্টল  নির্মাণ প্রস্তুতি চলছে।

উল্লেখ্য,  আগামী ১৪/০৪/২০১৬ তারিখ  পহেলা  বৈশাখে সকাল ৮:৩০ মিনিটে  ভাইস- চ্যান্সেলর  কর্তৃক  বানী প্রচারের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।   

এরপর সকাল   ৯  ঘটিকায়   সিকৃবি  ক্যাম্পাস  হতে বালুচর  নতুন বাজার হয়ে বালুচর পয়েন্ট এবং পুনরায়  বালুচর  নতুন বাজার হয়ে সিকৃবি ক্যাম্পাস  পর্যন্ত বাঙালি  কৃষ্টি  ধারায়  মঙ্গল  শোভাযাত্রা, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.